দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত: এমরান সালেহ প্রিন্স

Date:

- Advertisement -

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, সংস্কারের নামে অহেতুক সময় বিলম্ব করা হলে সমাজে অস্থিরতা সৃষ্টি হতে পারে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা একদিন, একমাস বা এক বছরের মধ্যে শেষ করা সম্ভব নয়।

ময়মনসিংহের হালুয়াঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জিয়া জন্মোৎসব’সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হালুয়াঘাট পৌর শহরের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, দুস্থ মহিলাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ‘কনসার্ট ফর জিয়া’ অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা থেকে আগত শিল্পীদের পাশাপাশি স্থানীয় ও আদিবাসী শিল্পীরাও অংশ নেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা এবং আন্তরিকতাকে ধারণ করে বিএনপির নেতাকর্মীদের রাজনীতি করতে হবে। জিয়াউর রহমান যেমন দেশ ও জাতির কল্যাণে জীবন বাজি রেখে কাজ করেছেন, আমরাও সেই চেতনায় কাজ করতে হবে।

তিনি বলেন, দেশে টেকসই সংস্কার, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য নির্বাচনের বিকল্প নেই। গত ১৫ বছর আওয়ামী লীগ বিনা নির্বাচনে দেশ পরিচালনা করতে গিয়ে দেশকে অকার্যকর করে তুলেছে। তাদের দুর্নীতি, লুটপাটের ফলে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে।

তিনি আরও বলেন, দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্র কাঠামো মেরামত করে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, সাম্য ও মানবিক রাষ্ট্র গড়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মো. শাকেরউল্লাহ, আসলাম মিয়া বাবুল, আরফান আলী, আবু হাসান বদরুল কবীর, আলী আশরাফ প্রমুখ।

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

গণসংযোগকালে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, মির্জা ফখরুলের উদ্বেগ

চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ। তিনি...

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন জামায়াত আমির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই...

নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি।...

যা ভালো লাগে তাই করতে চাই : ভাবনা

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সম্প্রতি একটি পুরস্কার বিতরণী মঞ্চে...