দুই বাসের সংঘর্ষে নিহত ৩

Date:

- Advertisement -

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১২ জন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার করিমপুর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আধাঘণ্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়।

আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে শফিকুর রহমান নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারি গ্রামের মৃত মোহাম্মদ আলী মৃধার ছেলে বাসচালক আজিজুল হক (৬২), ফরিদপুর শহরের উত্তর টেপাখোলা মহল্লার আবুল কাশেম মোল্লার ছেলে আব্দুল মান্নান মোল্লা (৭৮) ও মধুখালী উপজেলার গড়িয়াদাহ এলাকার রেপতি বিশ্বাসের স্ত্রী মিনতি রানী বিশ্বাস (৪২)।

পুলিশ জানায়, ফরিদপুর থেকে মাগুরাগামী রিক এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল পরিবহণের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসচালকসহ তিনজন নিহত হন। আহত হন আরও ১২ জন। নিহতদের সবাই একই বাসের যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের ধারণা, অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনা কবলিত বাস দুটিকে জব্দ করে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন...

‘ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন’

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে...

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে...

হুজুররা শুধু ওয়াজ করে, এমন ধারণার পরিবর্তন আনতে হবে’

ধর্মীয় এবং প্রাতিষ্ঠানিক জ্ঞানে সমৃদ্ধ হয়ে দেশ ও মুসলিম...