দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে মাস্টার মিডিয়ার ৩ মাসব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

Date:

- Advertisement -

বেকারত্ব দূরীকরণ ও দেশের দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে মাস্টার মিডিয়া ইনস্টিটিউট’র আয়োজিত তিন মাসব্যাপী সংবাদ উপস্থাপনা, টিভি সাংবাদিকতা ও ডিজিটাল ভিডিও এডিটিং কোর্সের প্রশিক্ষণ কর্মশালার সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএস ফার্মা ইন্টারন্যাশনাল লিঃ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, আর্বান ভিস্তা লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক এবং দি রেডিসান ল্যাবরটরিজ লিঃ-এর চেয়ারম্যান মাহমুদুল হাসান গাজ্জালী তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেখক ও গবেষক এবং এখন টেলিভিশনের সংবাদ উপস্থাপক ও ন্যাশনাল ডেস্ক ইনচার্জ, সাবিত সারওয়ার। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের সিনিয়র সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপক মুজাহিদুল ইসলাম শিব্বির। এটিএন বাংলার সিনিয়র সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপিকা ডা. ফাতিহা শাফী। এতে সভাপতিত্ব করেন ‘মাস্টার মিডিয়া ইনস্টিটিউট’র প্রতিষ্ঠাতা ও পরিচালক মণিরুল ইসলাম সুমন।

সাংবাদিকতায় আগ্রহী তরুণী-তরুণীদের উদ্দেশ্যে প্রধান অতিথি মাহমুদুল হাসান গাজ্জালী তালুকদার বলেন, মাস্টার মিডিয়া আপনাদেরকে যেভাবে হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছে, তা আপনারা চর্চায় রেখে যথাযথভাবে চেষ্টা করেন, তাহলে জীবনের প্রতিটা ধাপে আপনারা অবশ্যই সফল হবে।

তিনি বলেন, তিন মাস দীর্ঘ প্রশিক্ষণ শেষে আজ যেমন আপনি একটি সনদের জন্য উত্তীর্ণ হয়েছেন, তেমনি একটু চেষ্টা আর ইনস্টিটিউটের সঠিক গাইড-লাইন নিয়ে আপনারা এগিয়ে গেলে খুব শীঘ্রই আপনারা কাঙ্ক্ষিত কিংবা আপনার স্বপ্নের শেখড়ে পৌঁছে যাবেন।

এ আয়োজনের মধ্যে দিয়ে একই সঙ্গে প্রায় ৮০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ সমাপ্তির সনদপত্র প্রদান করা হয়। প্রতিষ্ঠানটি গত ১০ বছর যাবৎ সাংবাদিক, উপস্থাপনসহ ডিজিটাল ও মিডিয়া-ভিত্তিক বিভিন্ন কর্ম বিষয়ক প্রশিক্ষণ দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় টেলিভিশন ও অন্যান্য গণমাধ্যমসহ দেশে বিভিন্ন সেক্টরে কমপক্ষে ২০০ শিক্ষার্থী প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ শেষে তাদের ক্যারিয়ার গড়তে সফল হয়েছেন ্ এমনটাই জানান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম সুমন।

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

 সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বর্তমান...

ইমরান খান জীবিত আছেন কিনা, প্রশ্ন তুললেন ছেলে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সুস্থ আছেন, তাকে আদিয়ালা...

মধ্যরাতে চা বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন (৩৩) নামে...

কামালকে খুব শিগগিরই বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে: প্রেস সচিব

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী...