ডেঙ্গুতে এবার একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৭৭৮

Date:

- Advertisement -

ডেঙ্গুতে চলতি বছরের মধ্যে অন্যতম বড় মৃত্যুময় দিন দেখল দেশ। গত ২৪ ঘণ্টায় ৮ জনের প্রাণ গেছে এডিস মশাবাহিত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৭৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) হিসাবের ভিত্তিতে সবশেষ এ আপডেটটি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সবশেষ ৮ জনের মৃত্যুতে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা এক লাফে পৌঁছে গেছে ৩৬৪তে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২১ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮১ জন, খুলনা বিভাগে ১১২ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, রংপুর বিভাগে ১৯ জন ও সিলেট বিভাগে ৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

সবমিলিয়ে এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৯০ হাজার ২৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে গত একদিনে সারা দেশে এক হাজার ১১১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮৭ হাজার ৪৪২ জন।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

কোরআন-সুন্নাহর বিপরীতে কোনো কাজ দেশে হবে না: সালাহউদ্দিন

কোরআন ও সুন্নাহর বিপরীতে কোনো কাজ বাংলাদেশে করা হবে...

‌‘নামাজের ইমাম যখন সমাজের ইমাম হবেন তখনই সত্যিকারের মুক্তি আসবে’

‌নামাজের ইমাম যখন সত্যিকারের ইমাম হবে তখনই জাতির মুক্তি...

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী...

এবার ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের আঘাত

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা এলাকায় ৫ দশমিক...