বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , জাতিয় ঐকমত্যের ভিত্তিতে প্রণীত “জুলাই সনদ “ বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন ।
তিনি বলেন, জনগণের রায় নিয়ে সরকার গঠন করে বিএনপি ঐকমত্যের ভিত্তিতে প্রণীত “জুলাই সনদ এবং বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং তারেক রহমানের ৩১ দফার পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে ফ্যসিবাদ ও বৈষম্যহীন সাম্য ,মানবিক , ন্যায় ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবে ।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ধোবাউড়া সদরে জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গণে ধোবাউড়া ট্রাইবাল এসোসিয়েশন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির তিনি এসব কথা বলেন ।
মতবিনিময় সভায় গারো, হাজং জনগোষ্ঠীর নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন । এমরান সালেহ প্রিন্স ধৈর্য্য সহকারে তাদের বক্তব্য শোনেন এবং আগামী দিনে বিএনপি ক্ষমতায় এসে পর্যায়ক্রমে
বাস্তবায়নের আশ্বাস দেন ।
তিনি বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ মোতাবেক সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা,সংস্কৃতি , জীবনধারা রক্ষা এবং তাদের সমস্যা সমাধানে পৃথক অধিদফতর প্রতিষ্ঠা করা হবে ।
তিনি আরও বলেন , ধোবাউড়া ও হালুয়াঘাটে গারো,হাজংদের ইতিহাস, ঐতিহ্য,সংস্কৃতি ,বিকাশ তুলে ধরতে পৃথক জাদুঘরসহ তাদের নিরাপত্তা , মর্যাদা প্রতিষ্ঠা এবং গির্জা, মন্দির , খেলার মাঠ, রাস্তা, সেতু সংস্কার এবং সাংস্কৃতিক একাডেমী কার্যকর করা হবে । একই সাথে এসব জনগোষ্ঠীর বেকারদের কর্মসংস্থান করা হবে। নারীদের প্রশিক্ষণ দিয়ে তাঁত শিল্প গড়ে তোলা হবে । গারো, হাজংদের বৈচিত্রময় জীবন এবং পাহাড় ও বনাঞ্চলে জীব বৈচিত্র রক্ষা করে পর্যটকদের আকর্ষণ করতে “ সাফারী পার্ক ও পর্যটন এলাকা “ গড়ে তোলা হবে ।
বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন , ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমস্যা সমাধানে বিএনপি আমলে রাস্ট্র তাদের পাশে থাকবে ।
তিনি বলেন , সংখ্যা গুরু বা সংখ্যা লঘু নয় , বৃহৎ বা ক্ষুদ্র নয় , সকল জন গোষ্ঠী এক এবং অভিন্ন , সকলে আমরা বাংলাদেশী ।ধর্ম,সংস্কৃতি,ভাষা, দল,মত যার যার , রাস্ট্র সবার – এই নীতি বিএনপির ।
ধোবাউড়া ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান শামুয়েল চিরনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদক, সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন , উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল , সদস্য সচিব আনিসুর রহমান মনিক , সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন , ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমীর পরিচালক প্রকৌশলী প্রলয় স্নাল , কেন্দ্রীয় ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিপুল হাজং , হালুয়াঘাট ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান সুব্রত রেমা ,ফুলপুর ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রশান্ত কুমার সিংহ , জাতীয় হাজং সমিতির সাধারণ সম্পাদক নয়ন হাজং রনি বক্তব্য রাখেন ।
ব