জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে বলেছেন, “আইনি জটিলতায় না গিয়ে সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন।”
তিনি আরও বলেন, “ধর্মান্তরিত হলে যেমন মুসলমান জানাজা পায় না, তেমনি গণহত্যা ও ফ্যাসিবাদী শাসনের কারণে আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠনের পরিচয় হারিয়েছে।”
অতএব, দলটি নিষিদ্ধ করতে আইনি দীর্ঘসূত্রিতার প্রয়োজন নেই; সরকারকে বলব, জানাজা ছাড়াই আওয়ামী লীগকে কবর দিন।
ববি হাজ্জাজের মতে, অন্তর্বর্তী সরকারের অধিকাংশ সদস্য এনজিও সেক্টর থেকে আসায় তারা বিদেশি শক্তির তল্পিবাহক হিসেবে কাজ করছে। এই ব্যক্তিরা ১৬ বছর ক্ষমতায় থাকা হাসিনাকে কখনো স্বৈরাচার বলার সাহস দেখায়নি এবং আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কখনো প্রতিবাদ করেনি।
ফলে, ‘৩৬ জুলাইয়ের’ পর ১০ মাস অতিক্রান্ত হলেও সরকার আওয়ামী লীগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি; বরং ফ্যাসিবাদের অবৈধ রাষ্ট্রপতিকে ভিআইপি প্রটোকলে দেশত্যাগের সুযোগ দিয়েছে।