জাতীয় স্বার্থের বাইরে পিআর চাইলে তা ভয়ংকর পরিণতি ডেকে আনবে: সালাহউদ্দিন

Date:

জাতীয় স্বার্থের বাইরে গিয়ে পিআর পদ্ধটিতে নির্বাচন চাইলে সেটা ভয়ংকর পরিণতি ডেকে আনবে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসায় সমসাময়িক ইস্যুতে কথা বলার সময় এ সতর্কবার্তা দেন তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা কয়েক দলের ডাকা যুগপৎ আন্দোলনের কর্মসূচি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে, তাদের দাবি জুলাই সনদ বাস্তবায়ন। বাস্তবায়নের প্রক্রিয়াটি আলোচনাধীন। এমন সময় আন্দোলন করা কতটা উচিত, সেটা জনগণ দেখবে।

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক হীন উদ্দেশ্যে বা কিছু আসন বেশি পাওয়ার লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ যদি পিআর চায়, সেটা ভয়ংকর পরিণতি ডেকে আনবে।

এরপর মাঠের জবাব মাঠে দেওয়া হবে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, উচ্চকক্ষ ও নিম্নকক্ষ— সবক্ষেত্রেই আমরা পিআর পদ্ধতির বিপক্ষে। তারা ইশতেহার নিয়ে জনগণের কাছে যাক, ম্যান্ডেট নিয়ে তারা তাদের ভাবনা বাস্তবায়ন করুক। নির্বাহী আদেশে নয়, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক দলের নিষেধাজ্ঞার বিষয়টি সমাধান হোক।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ংকর চর্চায় রূপ নিবে। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে গেলে স্বৈরাচারের সঙ্গে যুক্ত ২৮টি দলকে নিষিদ্ধ করতে হবে। নির্বাচন তাহলে কাদের নিয়ে হবে? এটার উদ্দেশ্য এমন হতে পারে যে, নিজেদের অতিরিক্ত সুবিধা নিতে আন্দোলনকারীরা আরও দলের নিষিদ্ধের দাবি জানাতে পারে। এতে জাতীয় ঐক্য বিনষ্ট হবে। এ সূত্র ধরে পতিত শক্তি সুযোগ নেবে।

স্থিতিশীল সরকার গঠন করতে না পারলে জাতীয় নিরাপত্তার সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়বে বলেও এ সময় মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় সতর্ক হওয়ার তাগিদ বিএনপির

২০২৬ সালের নভেম্বরে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (এলডিসি) ক্যাটাগরি থেকে...

বাগছাসের মুখ্য সংগঠক হাসিবুলের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)-এর মুখ্য সংগঠক মো. হাসিবুল...

লিবিয়ায় মানবপাচার চক্রের ঘাঁটিতে অভিযান, ২৫ বাংলাদেশি আটক

লিবিয়ার মিসরাতায় একটি মানবপাচার চক্রের ঘাঁটিতে অভিযান চালিয়ে ২৫...

তাপজনিত রোগে বছরে ক্ষতি ২১ হাজার কোটি টাকা: বিশ্বব্যাংক

তাপজনিত রোগে ২০২৪ সালে বাংলাদেশের আর্থিক ক্ষতি হয়েছে ১৩৩...