জমকালো আয়োজনে ‘যমুনা এসি বিজনেস সামিট ২০২৫’ অনুষ্ঠিত

Date:

- Advertisement -

পারস্পরিক ব্যবসায়িক প্রবৃদ্ধি, আগামী দিনের কর্মপরিকল্পনা এবং মতবিনিময়ের উদ্দেশ্যে ‘যমুনা এসি বিজনেস সামিট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) রেডিসন ব্লু, ঢাকা ওয়াটার গার্ডেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসি একটি বিকাশমান শিল্প। গত কয়েক বছরে তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে এসি বিক্রি। তাছাড়া বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং অর্থনীতির অগ্রযাত্রা মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির ফলে এসির বাজার দিন দিন সম্প্রসারিত হচ্ছে। এ ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে যমুনা এসি ইতোমধ্যে তাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, ক্রমাগত মান উন্নয়ন এবং নতুন নতুন মডেলের এসি বাজারে নিয়ে এসেছে।

যমুনা ইলেকট্রনিকস এবং অটোমোবাইলসের মার্কেটিং ডিরেক্টর, সেলিম উল্লাহ সেলিমের সঞ্চালনায় এবং সম্মানিত এসি ডিলারদের পদচারণা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সেলিম উল্লাহ সেলিম বলেন, আপনারা শুধু যমুনা ইলেকট্রনিকসের ডিলার বা পার্টনার না, আপনারা যমুনা পরিবারের গর্বিত সদস্য। আমাদের আজকের এ আয়োজনের মূল উদ্দেশ্য মূলত তিনটি, এক) আমাদের ডিলারদের সঙ্গে শক্তিশালী ব্যবসায়ী সম্পর্ক তৈরি করা, দুই) এসি বিজনেস নিয়ে আগামী বছরের ব্যবসায়িক পরিধি ও কর্মপরিকল্পনা শেয়ার করা, তিন) আর একসাথে সফলতার নতুন পথ খুঁজে বের করা।

সেলস ডিরেক্টর, ড. সাখাওয়াত হোসেন সারাদেশ থেকে আগত এসির সম্মানিত ডিলারদের যমুনা বিজনেস সামিটে স্বাগত জানান এবং তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলসের হেড অব বিজনেস, সাজ্জাদুল ইসলাম তার কি নোট স্পিচে আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি এসি মার্কেট ট্রেন্ড, ভবিষ্যৎ এসি বিজনেসের সুযোগ-সুবিধা এবং বিজনেস ইন সাইড নিয়ে তার গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন।

যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলসের হেড অব সেলস, মাকসুদুল ইসলাম এবং হেড অব এসি সেলস, আখতার হোসেন ডিলারদের সঙ্গে যমুনার ব্যবসায়িক সম্পর্ক, বিজনেস নেটওয়ার্কিং এবং অফারের বিস্তারিত তুলে ধরেন। সারা দেশ থেকে আগত এসির ডিলাররা যমুনার সঙ্গে তাদের ব্যবসায়িক পথচলার সাফল্য গাথা তুলে ধরেন। পারস্পরিক মতবিনিময় এবং এসির উইন্টার বুকিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন- জিয়া যায়শান, হেড অব প্রোডাকশন, কিং হুয়ান, হেড অব আর এন ডি, মো. ইব্রাহিম হোসেন, এজিএম বিজনেস অপারেশন সহ ব্র্যান্ড মার্কেটিং এবং সেলস ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি হয়।

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা...

সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক সম্পর্ককে প্রশংসনীয় করেছে: তারেক রহমান

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর...

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু...

১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে...