ছাত্রলীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়ে জাতিসংঘে বাংলাদেশ মিশনে স্মারকলিপি দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
মঙ্গলবার ( ১৫ জুলাই) গুলশানে জাতিসংঘের বাংলাদেশ মিশনে দলটির প্রতিনিধিদল এ স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপি প্রদানকালে এবি পার্টির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি বলেন, ‘ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ কোটা সংস্কার আন্দোলন, সরকার পতন আন্দোলনসহ বিভিন্ন সময়ে সাধারণ ছাত্র-জনতার ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে এবং নিরাপদ ক্যাম্পাস সংস্কৃতি ধ্বংস করেছে।’
তিনি আরও বলেন, ‘২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী ছাত্রলীগ একটি সন্ত্রাসী সত্তা হিসেবে তালিকাভুক্ত হওয়ার যোগ্য। জাতিসংঘের একাধিক প্রতিবেদনে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের উল্লেখ রয়েছে। সেকারণেই আন্তর্জাতিকভাবে তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা জরুরি।’
বাংলাদেশে জাতিসংঘের আবাসিকের প্রতিনিধির পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন মানবাধিকার বিশেষজ্ঞ হুমা খান। এবি পার্টির প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অবঃ) দিদারুল আলম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, সদস্য ব্যারিস্টার ইরতিকা আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সহকারী নারী বিষয়ক সম্পাদক শাহিনুর আক্তার শীলা, নারীনেত্রী রাশিদা আক্তার মিতু, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, ছাত্রপক্ষের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মাহমুদুল হাসান আসিফ, দপ্তর সম্পাদক সোলাইমান আল হাবিব ও অর্থ সম্পাদক জাওয়াদ হামিম।

