চোট কাটিয়ে দলে যোগ দিলেন সৌম্য, মাঠে নামবেন কবে?

Date:

রংপুর রাইডার্সের তারকা ওপেনার সৌম্য সরকারকে বিপিএলে দেখতে পাওয়া নিয়ে ধোঁয়াশা ছিল বেশ। তবে সে ধোঁয়াশা কাটিয়ে এবার সৌম্য ফিরছেন মাঠে। চোট কাটিয়ে তিনি যোগ দিয়েছেন রংপুর দলে।

আজ রংপুর রাইডার্স তাদের ফেসবুক পাতায় একটি ভিডিওবার্তার মাধ্যমে বিষয়টি জানিয়েছে। সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘রংপুরের রঙে হয়েছেন গ্লোবাল চ্যাম্পিয়ন, অপেক্ষা ছিলো বিপিএল রাঙানোর! ইনজুরির থাবা থেকে মুক্ত রাইডার সৌম্য সরকার! পাগলা রাইডার্স, বিপিএলে সৌম্য ঝড় দেখতে প্রস্তুত তো?’

গেল বছর ১৮ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোট পেয়েছিলেন সৌম্য। স্লিপে আসা একটা ক্যাচ নিতে গিয়ে তিনি আঙুলে ব্যথা পান। তার ডান হাতের আঙুল কেটে যায়, সঙ্গে তার হাড়ের জয়েন্টও নড়ে গিয়েছিল।

সেই চোট কাটিয়ে ফেরার জন্য সব মিলিয়ে দেড় মাসের মতো সময় লাগতে পারে, এই এক সপ্তাহ আগেও এমনটাই ধারণা করা হচ্ছিল। তবে সে ধারণাকে ভুল প্রমাণ করে সৌম্য ফিরে এলেন তার অনেক আগে।

সৌম্য চলতি মৌসুমে এর আগেও অবশ্য খেলেছেন রংপুরের হয়ে। গ্লোবাল টি-টোয়েন্টিতে দলটির হয়ে দারুণ পারফর্ম করেছিলেন তিনি। সেখানে দলটা যে চ্যাম্পিয়ন হয়েছে, তাতে বড় অবদান ছিল সৌম্যর।

সৌম্য দলে যোগ দিলেও অবশ্য এখনই মাঠে নামতে পারবেন না। চোটমুক্ত হলেও অন্তত সপ্তাহ খানেক ফেরার প্রক্রিয়ায় থাকবেন এই ওপেনার। এমনটাই জানিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

কমিউনিটি ব্যাংক ও মেডবক্স সল্যুশন লিমিটেডের সমঝোতা চুক্তি

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং মেডবক্স সল্যুশন লিমিটেড এক...

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন নুর

রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে আহত গণঅধিকার পরিষদের...

অতীতের নির্বাচনী কালিমা থেকে বের হতে হবে পুলিশকে: ডিএমপি কমিশনার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশকে অতীতের নির্বাচনী...

নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ...