গোপালপুরে সাতারকান্দি সড়কের বেহালদশা

Date:

- Advertisement -

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হাদিরা পূর্ব পাড়া এলাকার সাতারকান্দি-হাদিরা নামক গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তাটি দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এলাকাবাসী জানিয়েছেন, রাস্তার বেহাল অবস্থার কারণে প্রতিদিন সাধারণ মানুষসহ শিক্ষার্থী, রোগী, কৃষক এবং ধর্মপ্রাণ মুসল্লিদের নানান ধরণের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

প্রায় ৭০০ মিটার দীর্ঘ এই রাস্তাটি আব্দুর রহিম তালুকদারের বাড়ির সামনে থেকে শুরু হয়ে উত্তর পাড়া জামে মসজিদ পর্যন্ত বিস্তৃত। রাস্তার দুই পাশে জনবহুল গ্রাম এবং বিস্তীর্ণ কৃষিজমি রয়েছে। বর্ষা মৌসুমে তিনটি পুকুরের পাশ ঘেঁষে থাকা এই কাঁচা রাস্তাটি ভেঙে গিয়ে কর্দমাক্ত হয়ে পড়ে এবং প্রায় সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে ওঠে।

এলাকার বেশিরভাগ মানুষ কৃষিনির্ভর। তাদের উৎপাদিত ধান, সবজি ও অন্যান্য কৃষিপণ্য বাজারে নিয়ে যেতে হলে এই রাস্তাটি ব্যবহার করতে হয়। কিন্তু রাস্তার কর্দমাক্ত ও ভাঙা অবস্থার কারণে পণ্য পরিবহন করতে গিয়ে গাড়ি, ভ্যান কিংবা অটোরিকশা প্রায়ই কাদায় আটকে যায়। এতে কৃষকদের সময়, শ্রম ও অর্থের ক্ষতি হচ্ছে। অনেক সময় পচনশীল পণ্য সময়মতো বাজারে পৌঁছাতে না পারায় বিক্রির সুযোগও হাতছাড়া হয়।

প্রতিদিন এই রাস্তাটি দিয়ে বহু শিক্ষার্থী নিকটবর্তী স্কুলে যাতায়াত করে। কিন্তু বর্ষার সময় পানি আর কাদার কারণে তাদের স্কুলে পৌঁছাতে হয় প্রচণ্ড কষ্টে। অনেকে পড়ে গিয়ে আহতও হয়। স্কুলপোশাক ও বইখাতা নষ্ট হওয়া তো নিত্যদিনের ঘটনা। এতে করে শিক্ষার্থীদের মানসিকভাবে নেতিবাচক প্রভাব পড়ে এবং তারা স্কুলে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে।

অন্যদিকে, উত্তর পাড়া জামে মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিরাও এই রাস্তাটি ব্যবহার করেন। বিশেষ করে জুম্মা ও ঈদের নামাজের সময় দূর-দূরান্ত থেকে মুসল্লিরা এই পথ দিয়েই মসজিদে আসেন। কিন্তু রাস্তার করুণ অবস্থার কারণে অনেক সময় বয়স্ক মুসল্লিরা পড়ে গিয়ে আহত হন বা ভিজে কাপড়ে নামাজ পড়তে বাধ্য হন।

সবচেয়ে বিপজ্জনক দিক হলো এ রাস্তা ব্যবহার করে রোগী হাসপাতালে নিয়ে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অ্যাম্বুলেন্স বা যানবাহন কাদায় আটকে পড়ার কারণে অনেক সময় রোগীকে কোলে করে নিয়ে যেতে হয়। এর ফলে জরুরি চিকিৎসা পেতে দেরি হয় এবং জীবনের ঝুঁকি বাড়ে।

এই দুর্ভোগের প্রেক্ষিতে গ্রামের বাসিন্দ মাহমুদুল হাসান গাজ্জালী তালুকদার গোপালপুর উপজেলা প্রকৌশলী (LGED)বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।

তিনি বলেন, এই রাস্তাটি শুধু চলাচলের পথ নয়, এটি আমাদের জীবনের অপরিহার্য অংশ। এর উন্নয়ন না হলে, কৃষি, শিক্ষা, ধর্মীয় কর্মকাণ্ড এবং চিকিৎসা,সবকিছুই বিঘ্নিত হচ্ছে। আমরা চাই, দ্রুত এই রাস্তার আর.সি.সি ঢালাই করে স্থায়ীভাবে পাকা রাস্তা নির্মাণ করা হোক।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই তারা সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করে আসছেন, কিন্তু এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবার জনগণের ভোগান্তি বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন...

‘ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন’

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে...

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে...

হুজুররা শুধু ওয়াজ করে, এমন ধারণার পরিবর্তন আনতে হবে’

ধর্মীয় এবং প্রাতিষ্ঠানিক জ্ঞানে সমৃদ্ধ হয়ে দেশ ও মুসলিম...