খালেদা জিয়া সুস্থ আছেন, নির্বাচনে অংশ নেবেন: আবদুল আউয়াল মিন্টু

Date:

- Advertisement -

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া এখন সুস্থ আছেন এবং তিনি আসন্ন নির্বাচনে অংশ নেবেন। বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মিন্টু বলেন, ফেনীর নির্বাচন ইতিহাস সবার জানা। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ বিএনপি জয়ী হবে। নির্বাচন নিয়ে ফেনীতে কোনো উদ্বেগ নেই।

তিনি জানান, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনার পর অন্তর্বর্তীকালীন সরকারের যৌথ বিবৃতি দেওয়া হয়েছে এবং দলটি আশা করছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার সংক্রান্ত মামলার কারণে নির্বাচন আরও আগে, এমনকি জানুয়ারিতেও হতে পারে বলে ধারণা দেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, যদি কেয়ারটেকার সরকার পুনর্বহাল হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারই কেয়ারটেকার হিসেবে কাজ করবে এবং ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে হবে।

সরকারের দায়বদ্ধতার অভাবের সমালোচনা করে মিন্টু বলেন, আমরা ১৯ বছর ধরে আন্দোলন ও নির্যাতন সহ্য করে আসছি। কেউ যদি বলে আমরা হঠাৎ নির্বাচন চাইছি, এটা সঠিক নয়। ২০০৬ সাল থেকে আমরা অবাধ নির্বাচনের দাবি জানিয়ে আসছি। ২০০৮ সালের নির্বাচনও সুষ্ঠু ছিল না। প্রায় দুই যুগ ধরে দেশে জনগণের কাছে দায়বদ্ধ নির্বাচিত সরকার নেই, এজন্যই মানুষের জীবনমানের উন্নতি হয়নি।

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

ইসি শতভাগ প্রস্তুত, ফেব্রুয়ারির প্রথমভাগেই নির্বাচন সম্ভব: মাছউদ

নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ...

কমিউনিটি ব্যাংক পিএলসির আইএসও সার্টিফিকেশন অর্জন

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি সম্প্রতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত (ISO 27001:2022)...

জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে: তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ...

গণসংযোগকালে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, মির্জা ফখরুলের উদ্বেগ

চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ। তিনি...