কিশোরগঞ্জ জেলার বাসিন্দা মো. উজ্জল (২৮) একাধিক গুরুতর ফৌজদারি মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হওয়ায় তাকে গ্রেফতারে দেশব্যাপী অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উজ্জ্বলের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলার কুর্শা গ্রামে। তার বাবার নাম আব্দুল কাদির।
২০২৩ সালের এপ্রিলে বাসে অগ্নিসংযোগ ও অগ্নিদগ্ধ নবী হোসেনের মৃত্যুর ঘটনায় তাকে প্রধান আসামি করে কদমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার নথি পর্যালোচনায় দেখা যায়, আসামি উজ্জ্বলের বিরুদ্ধে দণ্ডবিধির সাতটি ভিন্ন ধারায় অভিযোগ আনা হয়। বিচার প্রক্রিয়া শেষে আদালত সবকটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত বলে রায় দেয়। ওই মামলায় আদালত তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়।
পুলিশ জানায়, উজ্জ্বলের বিরুদ্ধে ও রাজধানীর পল্টন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সরকারি কর্মচারীকে মারধর ও হুমকিপ্রদান, সরকারি কাজে বাধাদানসহ একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
পুলিশ আরও জানায়, মো. উজ্জলের নিজ এলাকা কিশোরগঞ্জেও অপরাধমূলক কর্মকান্ডের রেকর্ড রয়েছে। তার নিজ থানা নিকলীতে ২০১৭ সালের একটি মামলাসহ কিশোরগঞ্জ জেলায় তার বিরুদ্ধে আরও একাধিক বিস্ফোরক দ্রব্য মামলা বিচারাধীন।

