কর্মবিরতি স্থগিত করলেন রাবি কর্মকর্তা-কর্মচারীরা

Date:

- Advertisement -

দুদফা দাবিতে সাত দিনের আল্টিমেটাম দিয়ে কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টায় এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন রাবি অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন।

দাবিগুলো হলো— চলতি বছরের ২ জানুয়ারি ও গত ২০ সেপ্টেম্বর সংঘটিত ঘটনায় জড়িত শিক্ষার্থীদের শাস্তি নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) পুনর্বহাল করা।

এ বিষয়ে রাবি অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, কর্মবিরতি প্রত্যাহারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের আহ্বান জানানো হয়েছিল। বিষয়টি নিয়ে আমরা আজ নিজেদের মধ্যে আলোচনা করেছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত কর্মদিবস সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে সন্ত্রাসীদের ন্যায়বিচার নিশ্চিত ও প্রাতিষ্ঠানিক সুবিধা ফিরিয়ে দিতে হবে। অন্যথায় আমরা আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো। সেই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায়ভার প্রশাসনকেই নিতে হবে।

তিনি আরও বলেন, প্রশাসনের অনুরোধে আজ দুপুর ১টা থেকে কর্মকর্তা-কর্মচারীদের শাটডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা করছি। দাবি আদায় না হলে সাত দিন পর আমরা আবার কর্মসূচিতে ফিরব।

অন্যদিকে শিক্ষকদের কর্মবিরতি এখনো চলমান রয়েছে। তবে যেকোনো সময় তারাও কর্মবিরতি স্থগিত করতে পারেন বলে জানা গেছে।

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

ক্ষমতার পালাবদল যেন দুর্নীতির পালাবদল না হয়: বদিউল আলম

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন,...

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীয় নাম ঘোষণা

শান্তিতে এ বছর নোবেল পুরস্কার জিতলেন ভেনেজুয়েলের মাহিনা কোহিয়ানা...

রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

রসায়নে ২০২৫ সালের নোবেল পুরস্কার পেয়েছেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড...

নাহিদকে পরিষ্কার করতে হবে, কারা সেফ এক্সিট চায়: রিজওয়ানা হাসান

‘দেশের বিভিন্ন সময়ে নানা ঝড়-ঝঞ্ঝায় কোথাও পালিয়ে যাইনি’— বলে...