২৪ সালে প্রতি সেকেন্ড খেলার বিনিময়ে নেইমার আয় করেছেন ৫০ লাখ

Date:

নেইমার জুনিয়র ফুটবল খেলতেই ভালোবাসেন। মাঠের বাইরে তার প্রতিটা মুহূর্তই সংগ্রামের। তবে সৌদি পেট্রোডলারটা বিগত এক বছরে তার মাঠের বাইরে থাকার সময়টাকেও পরিণত করেছে বড় রকমের আর্থিক সাফল্যে। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও চুক্তি অনুযায়ী বেতন ঠিকই পেয়েছেন।

গেল এক বছরে আল হিলালের হয়ে পুরো বছরে তিনি খেলেছিলেন কেবল দুই ম্যাচ। মাঠে থাকতে পেরেছিলেন ৪২ মিনিট। কিন্তু বেতনের টাকা পেয়েছেন পুরোপুরি। ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার। বাংলাদেশি হিসেবে যা প্রায় ১ হাজার ২৬৯ কোটি ২৭ লাখ টাকা। মাঠের খেলার সঙ্গে তুলনা করলে প্রতি সেকেন্ড খেলার বিনিময়ে নেইমার আয় করেছেন প্রায় ৫০ লাখ ৩৭ হাজার টাকা।

২০২৪ সালে নেইমার যে দুই ম্যাচ খেলেছিলেন, দুটিতেই নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। এএফসি চ্যাম্পিয়নস লিগের সেই দুই ম্যাচে আল হিলালের প্রতিপক্ষ ছিল আল আইন ও এসতেগলাল এফসি। দুটি ম্যাচে নেইমার কোনো গোল করতে পারেননি। এমনকি সতীর্থদের দিয়ে গোল করাতেও পারেননি তিনি। সেই দুই ম্যাচে আল হিলাল জিতেছে।

তবে ফুট মেরকাটের তথ্য এখানেই থেমে নেই। বরং নেইমারের আয়ের আরও বড় চিত্র আছে তাদের ভাণ্ডারে। সদ্য শেষ হওয়া বছরে নেইমার মাঠে নেমে দিয়েছেন ৪৫ টাচ। ফুট মেরকাটের হিসাব অনুযায়ী প্রতি বার বল পায়ে লাগানোর জন্য তিনি আয় করেছেন ১৪ কোটি ৮ লাখ টাকা।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

আ.লীগকে নেব না, ভালো মানুষদেরও বাদ দেব না: মির্জা ফখরুল

আওয়ামী লীগকে নেওয়া হবে না, তবে যারা ভালো মানুষ,...

ইসরায়েলের আকাশ পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইরানের

ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইরানের বিপ্লবী...

জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করা সম্ভব: আলী রীয়াজ

জুলাই মাসের মধ্যেই একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব...

আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে দেশের নির্বাচনের সম্পর্ক নেই: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...