হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

Date:

খুলনায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ মে) ভোর ৫টার দিকে নগরীর লবণচরা থানাধীন শিপইয়ার্ড এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় শনাক্ত করতে সিআইডি এবং পিবিআইয়ে’র বিশেষ টিম কাজ করছে।

স্থানীয়রা জানায়, নগরীর লবণচরা শিপইয়ার্ড মেইন গেটের সামনে হাজী মো. মোশারফ হোসেনের বাড়ির ভাড়াটিয়া আশরাফুল ইসলামের ভোর ৫টার দিকে কুকুরের ডাক চিৎকারে ঘুম ভেঙে যায়। এ সময়ে তিনি ওই বাড়ির পেছনের পশ্চিম দিকে তাকিয়ে দেখেন হাত-পা বাঁধা এবং মাথা পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় একটি মরদেহ পড়ে রয়েছে। প্রথমে বিষয়টি লবণচরা থানাকে অবগত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে তারা অজ্ঞাত ওই যুবকের মরদেহ নিয়ে যান।

লবণচরা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। যুবকটির বয়স আনুমানিক ২৭ বছর। তার শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হাত এবং পা বেঁধে তাকে প্রথমে জখম করা হয়। পরে তার মৃত্যু নিশ্চিত করার জন্য দুর্বৃত্তরা পলিথিন মুড়িয়ে শ্বাসরোধ করে হত্যা করা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত যুবকের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তকরণে ঘটনাস্থলে পিবিআই এবং সিআইডি’র বিশেষ টিমকে অবগত করা হলে তারা কাজ করছেন। তবে যুবকের পরনে নীল রংয়ের জিন্স-প্যান্ট এবং সবুজ রংয়ের রয়েছে।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

হজযাত্রীরা ফেরত পাচ্ছেন ৮ কোটি ২৮ লাখ টাকা : ধর্ম উপদেষ্টা

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা যাত্রীদের উদ্বৃত্ত...

আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অপু বিশ্বাস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নামে...

সারাদেশে আজ থেকেই চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে আজকে থেকেই দেশব্যাপী চিরুনি অভিযান...

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়াল সরকার

বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতার মেয়াদ আরও...