বনানীতে গাড়িচাপায় প্রাণ গেল নারীর, প্রতিবাদে সড়ক অবরোধ

Date:

রাজধানীতে গাড়িচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত ও আরেকজন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে পোশাক কারখানার শ্রমিকরা ওই এলাকার সড়ক অবরোধ করেছেন। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

সোমবার (১০ মার্চ) ভোর ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। তবে কোন গাড়ি কীভাবে তাদের চাপা দিয়েছে তা এখনও জানা যায়নি।

নিহত পোশাকশ্রমিকের নাম মিনারা আক্তার ও আহত পোশাকশ্রমিকের নাম সুমাইয়া আক্তার। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, পোশাক শ্রমিকরা বনানী চেয়ারম্যানবাড়ি সড়কের উভয়পাশ অবরোধ করে রেখেছেন। এমনকি তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ রেখেছেন। এতে অফিসগামী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বেসরকারি চাকরিজীবী আনিসুর রহমান বলেন, সকাল সাড়ে ৭টায় কারওয়ান বাজারে কর্মস্থলে যেতে মহাখালীতে এসে দেখতে পাই বনানী দিকে কোনো বাস ছেড়ে আসছে না এবং মহাখালী থেকেও বনানীর দিকে কোনো বাস যাচ্ছে না। পরে শুনলাম বনানী সড়কে দুর্ঘটনায় পথচারী মারা গেছেন। তাই বাস চলাচল বন্ধ রয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল-আমিন বলেন, ১১টায় ক্লাস। অথচ রাস্তার যা অবস্থা, তা দেখে মনে হচ্ছে না সময়মতো পৌঁছাতে পারব না। তাই ভাবছি পায়ে হেঁটেই রওনা হব।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওঅ্যান্ডএম কোম্পানির ট্রাফিক সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান হাসিব হাসান খান বলেন, বনানী চেয়ারম্যানবাড়ির কাছে গার্মেন্টস শ্রমিকরা এক্সপ্রেসওয়ে অবরোধ করে অপারেশন বন্ধ করে রেখেছেন।

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরকার গণমাধ্যমকে বলেন, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় শ্রমিক নিহত হয়েছেন। এরপর থেকেই শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছে।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

পিলখানায় ‘সীমান্ত গৌরবে’বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিজিবি মহাপরিচালক...

জাতীয় জীবনে ২৬ মার্চ গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস: সেনাপ্রধান

জাতীয় জীবনে ২৬ মার্চ গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস...

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট: মির্জা ফখরুল

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে উল্লেখ করে প্রধান...

দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই: আব্বাস

বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন...