তিস্তার এক ফোঁটা পানি আনতে পারেনি আ. লীগ: ফখরুল

Date:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে হলে ভারতকে দাদাদের মতো আচরণ বন্ধ করতে হবে। ভারতের সাথে বন্ধুত্ব চাই, তবে সেটা হবে সম্মানের। অথচ আওয়ামী লীগ ভারতের কাছে দেশ বিক্রি করেও তিস্তার এক ফোঁটা পানি আনতে পারেনি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাটে তিস্তা বাঁচাও আন্দোলন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জুলাই বিপ্লবের কথা স্মরণ করতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমাদের ছেলেরা লড়াই করেছে। ৩৬ দিনের সবার লড়াইয়ের মাধ্যমে তিনি (শেখ হাসিনা) ওই ভারতে পালিয়েছেন। একদিকে পানি দেয় না, অন্যদিকে জনগণের শত্রুকে (হাসিনা) দিল্লিতে রাজার হালতে বসিয়ে রেখেছে।

তিস্তা আন্দোলন নিয়ে মির্জা ফখরুল বলেন, তিস্তা রক্ষার আন্দোলন শেষ পর্যন্ত নিয়ে যাওয়া হবে। লড়াইয়ের মধ্য দিয়ে তিস্তার পানির হিস্যার পাশাপাশি সব অধিকার আদায় করতে হবে।

নির্বাচন প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব বলেন, ‘দেশে যে অশান্তি সৃষ্টি হয়েছে, নির্বাচন দিলে তা আর হবে না। বাংলাদেশের আগামী দিনের কাণ্ডারী তারেক রহমান গণতান্তিক সরকারের জন্য মানুষকে সংগঠিত করে যাচ্ছেন। আমরা নির্বাচন দিয়ে আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে চাই, যারা আমাদের কথা সংসদে বলবে।’

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দৌলত সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্ততা জানান হায়দার, বিএনপির চেয়ারম্যানপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সংগীত শিল্পী বেবী নাজনীন প্রমুখ।

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ এ স্লোগানে অবস্থান কর্মসূচি পালনে রংপুরের পাঁচ জেলার কয়েক লাখ মানুষ নদী পাড়ে জমায়েত হয়েছেন।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

আ.লীগকে নেব না, ভালো মানুষদেরও বাদ দেব না: মির্জা ফখরুল

আওয়ামী লীগকে নেওয়া হবে না, তবে যারা ভালো মানুষ,...

ইসরায়েলের আকাশ পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইরানের

ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইরানের বিপ্লবী...

জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করা সম্ভব: আলী রীয়াজ

জুলাই মাসের মধ্যেই একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব...

আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে দেশের নির্বাচনের সম্পর্ক নেই: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...