জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সাড়ে ৯৬ কোটি টাকার অনুদান

Date:

জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত মোট ৬ হাজার ৩৪১ জনকে ৯৬ কোটি ৬৭ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে ‌জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।

শুক্রবার (২৮ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এ কথা জানান।

স্নিগ্ধ বলেন, এই অনুদান ৬ হাজার ৩৪১টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৩৭ কোটি ২৫ লাখ টাকা ৭৪৫ জন শহীদ পরিবারের মাঝে এবং ৫৯ কোটি ৪১ লাখ টাকা ৫ হাজার ৫৯৬ জন আহত ব্যক্তির মাঝে বিতরণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আন্দোলনে আহত না হয়েও অনেকে আহত সাজার চেষ্টা করছেন। অনেক ভুয়া আহত রয়েছেন, যাদের নিয়ে বিব্রত প্রতিষ্ঠানটি। এই ভুয়া আহতদের কারণে সঠিক লোকদের কাছে সহযোগিতা পৌঁছাতে অনেকটা বিলম্ব হচ্ছে।

সংগঠনের সদস্যরা জানান, ‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ নামে নতুন কর্মসূচি নেওয়া হবে। এর মাধ্যমে দেশের বিভিন্নপ্রান্তে আহতদের কাছে গিয়ে গিয়ে অনুদান পৌঁছে দেবে সংগঠনটি।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আইভী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ...

আ. লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন, জানালেন রিজভী

আওয়ামী লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন তা জানিয়েছেন...

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন: ইয়াও ওয়েন

অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ থেকে বাংলাদেশকে অবশ্যই মুক্ত...