গাজায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, আরও ২৩ মরদেহ উদ্ধার

Date:

ফিলিস্তিনের গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক মরদেহ উদ্ধার হচ্ছে। এতে গাজায় লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফলে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়ালো প্রায় ৪৮ হাজার ৪০০ জনে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শনিবার (১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি গোলাবর্ষণে গত ৪৮ ঘণ্টায় দুজন ফিলিস্তিনি মারা গেছেন এবং তারাও প্রাণহানির এই সংখ্যার মধ্যে রয়েছেন। এছাড়া আরও ২৩ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে করে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১১ হাজার ৮০৩ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েল দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছিল। ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। সূত্র: আনাদোলু

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

বাংলাদেশকে সুখবর দিয়েছে আইএমএফ

বাংলাদেশের অর্থনীতিতে বড় স্বস্তির বার্তা নিয়ে এসেছে আন্তর্জাতিক মুদ্রা...

আমরা মৎস্যজীবীদের পাশে আছি: নারায়ণগঞ্জের ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা...

রমনা বোমা হামলা মামলায় ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছরের কারাদণ্ড

বহুল আলোচিত রমনা বটমূল বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি...

গণতান্ত্রিক ও জবাবদিহি রাষ্ট্র চায় সবাই: আলী রীয়াজ

গণতান্ত্রিক ও জবাবদিহি রাষ্ট্র গঠনের পথ তৈরিতে জাতীয় ঐকমত্য...