ইরানের ভয়ংকর হামলা, টালমাটাল ইসরায়েলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা

Date:

- Advertisement -

এগারোতম দিনে গড়িয়েছে ইরান-ইসরায়েল চলমান সংঘাত। এরই মধ্যে এ সংঘাতে ইসরায়েলের পক্ষ নিয়ে সরাসরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ‘পরম বন্ধুকে’ পাশে পেয়ে যেন আরও ভয়ংকর হয়ে উঠেছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় ইরানের বেশ কয়েকটি প্রদেশে সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ বিমানবন্দরে আঘাত হেনেছে ‘মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া’ হয়ে ওঠা দেশটি।

তবে, জবাব দিচ্ছে ইরানও। গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় ৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। আর এ হামলায় টালমাটাল হয়ে গেছে ইসরায়েলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা।

সোমবার (২৩ জুন) ইসরায়েলের ওয়াইনেট সংবাদসংস্থার বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইরানের নতুন ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনার কাছে। এতে চরম গোলযোগ দেখা দিয়েছে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহে।

টাইমস অফ ইসরায়েলের খবর বলছে, দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহে ব্যাপক গোলযোগ দেখা দিয়েছে।

ইসরায়েল ইলেকট্রিক করপোরেশন জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার কাজ চলছে। অবকাঠামো মেরামত ও ঝুঁকিপূর্ণ সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে। নিরাপত্তাবাহিনীও সেখানে কাজ করে যাচ্ছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ইরানের হামলার সময় প্রায় ৩৫ মিনিট ধরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সাইরেন বেজেছে। সম্প্রচারমাধ্যম চ্যানেল থার্টিনের খবর বলছে, ১৩ জুন হামলা শুরুর পর থেকে আজ সবচেয়ে লম্বা সময় আশ্রয়কেন্দ্রে থাকতে হয়েছে ইসরায়েলিদের।

- Advertisement -

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা, চিফ প্রসিকিউটরের প্রতিক্রিয়া

জুলাই আন্দোলনের সময় হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায়...

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের তারিখ ঘোষণা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বহুল আলোচিত মানবতাবিরোধী...

খেলোয়াড়রা সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ হবে পুরো নির্বাচন: সিইসি

রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে, আর এই খেলোয়াড়রা সহযোগিতা না...

ডেনমার্কের রাষ্ট্রদূত হচ্ছেন ঢাবির ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার ১৫ মাস...